মেঘের উপর মেঘ করেছে
অাকাশের পাড়ে নেই গাঙচিল
সমুদ্রের বেলাভূমি ঝাপসা হয়ে গেছে
গম্ভীর স্বরে ডাকে কানাকুয়া পাখি ।
স্তিমিত অালোর রেখা অস্পষ্ট দূরে
বেজোড় ঘুঘু কাঁদে বিষাদ সুরে
ডানা ঝাঁপটায় যেন হৃদয় খুঁড়ে খুঁড়ে ।
ঘোর লাগা অাঁখি মুদে অাছে প্রিয়
দিবাস্বপ্নে বুঝি অাজ সে কাতর
তার অলক ছুঁয়ে ভেসে অাসে বাতাস
অামি টেনে নেই হৃদয়ের ভেতর ।
কোথাও নির্জনে নিয়ে গেছে সূর্যকে অাজ
তাই অভিসারে মিলনের খুশিতে নীলাজ
এক হয়ে মিশে গেছে দূরের মাঠ বন-গাছ ।