কলমের নিব নিভে গেল কি
সন্ত্রাসীদের গুলির ভয়ে ?
কালি কি তোমার শেষ হলরে
প্রতিরোধ শক্তি গেল ক্ষয়ে!
বন্ধু তোমার কলম চালাও
গোলার মত শব্দ ছুঁড়ে
বুকের ভেতর কামান দাগাও
দাও বিপথগামীর জগৎ পুড়ে।
আজ হতে তাই শপথ নেব
কবিতাকে বজ্র বানাও
এ দেশেতে খুনী পশুর
নিপাত হবে সেটাই জানাও।
সাদা পথের সাদা মানুষ
থাকবে শুধু বাংলাদেশে
কূটচালের ঐ রাজনীতিকের
ধ্বংস হবে অবশেষে।