কতদিন হয়ে গেল প্রিয়
তোমার সুগন্ধী চুল হয় নাই ছোঁয়া
তোমার নরম চোখের চাহনীর মোহ
আজো টানে উড়ে যাওয়া স্মৃতীর ধোঁয়া;
কতদিন ভুলে গেছি নরম ঠোঁট জোড়া
নরম কথামালার কবিতারা পোঁড়া
ছাই;
তোমার চিবুকে হাত রাখা স্পর্শ আজো ভুলি নাই।
দিগন্তের অস্তাচলে তোমার প্রেম রেখে
সই উদয়াচলে আমি চেয়ে রই।
নীলের আকাশ খুঁজে অবশেষে পাই
আবছা কালো মেঘের রঙ বুঝি ছাই
চৈত্রের এই আধবেলা কেটে গেলো
তোমার ভাবনায় তাই।