বিষম ইচ্ছেগুলো ভিষণ উসকে ওঠে আজ;
বিদঘুটে স্বপ্নগুলো ভয়ংকর বের করে দাঁত;
আমাকে ধরতে আসে জিভ বের করে কালো রাত!
আমার ভাবনাগুলো কেটে নেয় শাঁখের করাত;
মুখপোঁড়া হনুমান সব করছেরে আজ
উৎপাত!
ধারালো নখরে যেন তেড়ে আসে হিংস্র থাবা;
আর অগ্নিগিরি ফুঁটে উঠে ছুঁড়ে মারে জলন্ত লাভা!!
আমার চারিদিকে এমনি দুঃস্বপ্নে ঘেরা;
আমার বুকের ভেতর আছে কি দুঃখ ডেরা?
এলোমেলো কষ্টগুলো বড় বেশি দিচ্ছে হানা;
কে যেন কাটে বসে বসে আমার কবিতার ডানা?