জীবন্ত কবিতা দেখি
তোমার চোঁখের ভেতর এক।
তোমার অলক ছু'লে তোমার নোলক
ফুলে ঝুলে থাকে কবিতা আরেক!
তোমার ডাগর আঁখি বলে শুধু কাছে ডাকি;
কবিতা সে হার মেনে যায়।
তোমার মেঘ চুলে নরম ঠোঁট মেলে
কবিতারা উড়ে উড়ে যায়।
তোমার হাসির বাঁশি শুনিলে
কান প্রান ভরে যায়;
শাড়ীর গন্ধে তোমার কবিতা ঝরে পড়ে হায়!!
তোমার চাহনীতে হৃদয় উথলে উঠে যেন গান গায়;
তোমার দুই ঠোঁটে কথার ফুল ফোঁটে দখিনা কবিতার বায়।