কতবার ফিরে গেছি তোমার কবিতার শিরোনাম দেখে
আশ্চর্য কবিতার নাম!
আচানক শব্দ তোমার দখলে।
নদীমেখলা দেশের অনূঢ়া মেয়ে
গেয়ে ওঠে কবিতার পঙতিমালা
তোমার কবিতা ছুঁয়ে দেখি বালা
একবার গন্ধ নেই একবার ধরি
নরম কবিতার শব্দাবলী
তোমার ছন্দের তাল জাল পাতে কানে;
বুঝেও বুঝিনা তোমার সহজ শব্দের মানে!!