প্রিয়, ভালবাসা কারে কয়?
সুদূর মহাশুন্যে উদার আকাশ বিশাল সমুদ্র ঝর্ণার গান সব নিরব রেখে তোমার চোখে চেয়ে থাকা নয়?
প্রিয়, বুকের ভেতরের সব দাগ মুছে ফেলে তোমার নামটি লিখে রাখা বুঝি ভালবাসা কয়?
হঠাৎ হাবাগোবা কিশোরের উচ্ছল হয়ে ওঠা দুষ্টু চাহনি;
নিরস হৃদয়ের মানুষটির মুখে হঠাৎ কবিতার কথা আর ছন্দ হয়ে ওঠা।
মরা গাঙে ঢেউ ওঠা পত্রবিহীন গাছে ফুল ফোটা;
ধূসর ঊষর হৃদয়ের কবি হয়ে ওঠা এ সবি ভালবাসার ছোঁয়া?
তোমাকে বারবার মনে পড়া দুরুহ সময়েও একটু কথা বলে নেওয়া ভালবাসা কি?
বাতাসের শব্দ শুনে অবাক লাগা
নির্মেঘ আকাশে ভাবলেশহীন তাকিয়ে থাকা;
দূরের বিহঙ্গের পাখনার দৃশ্য দেখে আনচান মনে তোমাকে পাওয়ার ইচ্ছে জাগা একেই কি সখী ভালবাসা কয়?