নতুন কবিতা কি লিখব?
যে কবিতা লিখে গেছে বরকত
রক্তের কাব্য গড়েছে সালাম
মৃত্যুঞ্জয়ী রফিক জব্বার
সব্বার উর্ধে উঠে গেছে
আমার মা
আমার মায়ের শোকে কাঁদে বিশ্ব
মেনে নেয় মায়ের ভাষার কবিতা।
সবিতার আলো যাবে নিভে
এ জলন্ত ইতিহাস নিভে যাবার নয়!
মায়ের গল্প আজ মহাকাব্য
সাবাস ভাইয়ের আত্বহূতির বাস্তবতা
কি আর লিখব নতুন?
যে কবিতা চিরদিন জীবন্ত হয়ে আছে!