আজ চারিদিক নীরবতা সুনসান
নেই তোমার নীরব অভিমান
ভেঙে খান খান হৃদয় লাগাই জোড়া
কপাল পোঁড়া বাস্তবতার ভাঙা পা
ভাঙা হাত; গত রাত ও কতরাত নির্ঘুম।
পৌষ ও মাঘের শীত মৌসুম
তোমার প্রেমের মৌতাত শীত ঘুম।
আমার অস্থিরতার পড়ে ধুম
চাঞ্চল্যকর অধিরতা বাষ্পিয় কল্পনা
সব মিশে একাকার দলছুট প্রজাপতি।