কালো নয়
নীল চোখ প্রেমিকারে চাই;
আমার ব্যাথার মত
ঘনশ্যাম বালিকা কি নাই?
সোনালী চুল নয়
নীল চুল মেয়ে আমি চাই;
আকাশি নীলে
কালো মেঘ পেয়েছেরে ঠাই!
মেঘ জমে কালো নীল
ব্যাথা থাকে বুকে;
ভালবাসি বলোনাকো!
ঘৃনা করি তুমি বলে যেও।
তোমার ঘৃনারা সব
ঘিয়ে রঙা ঘুঘু হয়ে
ডাকবে আমার মগজের ভেতর।
কষ্টের কেতলিতে
টগবগে ফুটবে ঘৃনার অশ্রুর জল;
বিফল মনোরথ প্রেমিক আমি
নীল ব্যাথা চাই;
সুন্দরী নীল বর্ণের
বালিকা কি আছে?
আমার কাছে তারে চাই।