বিদেশি পিটুনিয়া এখন
ফোটানো যায় সারাটি বছর
আগে দেখতাম শুধু গ্রীষ্মে।
শীতের চেয়ে গ্রীষ্মটা দিন দিন হচ্ছে
দীঘল;
সুখের চেয়ে কষ্টেরা বাড়ে বহুগুন।
ঈগল এখন দেখিনা তেমন দীঘল
ডানার পাখি শকুনেরাও কমে গেছে।
ভাগারে মৃত গরু কম বলে?!
কাকের আনাগোনা কম
এখন মানব শিশু ময়লা টানে কয়লার মত কাহিল শরীর তার।
কেউ খুদ কুড়োর মত বাছে পলিথিন
নাক টেঁপা গন্ধ লাগেনা তাদের।
কষ্টগুলো সয়ে সয়ে নষ্ট হয়ে গেছে
তাই;
রাস্তায় কুকুরের মত দূর্ঘটনার লাশ
এখন দেখে কেউ আৎকে ওঠেনা।
আনন্দের চেয়ে শোকগুলো বর্ধিঞ্চু
হচ্ছে দিন দিন;
আমরা মানুষ থেকে যন্ত্রে বিবর্তন ঘটছি কি?