সভ্যতার সুউচ্চ সুডৌল
প্রাসাদ আছে
রঙমহল আছে
নিশিথের উগ্রক্লাব আছে;
আছে কৃত্তিম রক্ত ফুল
এমনকি কৃত্তিম উপগ্রহও আছে।
মূহূর্তে সুন্দর পৃথিবীটাকে
জ্বালিয়ে  হিরোশিমা করার মত পারমানবিক শিল্প ও
সভ্যতা আছে
আমাদের মত মানুষেরই কাছে।
চলন্ত সিড়ি উড়ুক্কু গাড়ী
বাড়ন্ত আকাশ ছোঁয়া দালান
চকমকে বাড়ি;
স্টেইনলেস স্টীলের রাজকীয় কারুকাজ আছে;
চোরাবালির মত আছে
সম্পদ কাড়ি কাড়ি!
নেই বিহঙ্গের অভয়ারণ্য
নেই শিশুর দৌড়ানো মাঠ
ঝাঁপ দেওয়ার পরিষ্কার দীঘি নালা;
নেই ভ্রাতৃত্বের মেলবন্ধন মালা।
জলজ প্রাণীর নিরাপদ জলাশয়
নদী নেই;
সবখানে বিকৃতরুচির
মানবিক মরচে পড়া বর্জ্য
আবর্জনার উৎকট নাকটেঁপা
গন্ধ;
আছে শুধু অক্ষয়
সামাজিক আর ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়!!!!