তোমার বুকের সব শীত আমাকে দিয়ে আমার বুকের উষ্ণতা নিয়ে যেও
প্রিয়।
সুখ নিয়ে কষ্টগুলো বেছে বেছে আমাকে দিও;
চোখের সব আগুন আর জল টলমল
দুঃস্বপ্ন গুলো আমি ছিনিয়ে নেব তোমার কাছ থেকে প্রিয়।
বিনিময়ে আমার ভোরের সুখ স্বপ্ন তুমি নিও;
আমার রক্তে তোমার নাম লিখো
হৃদয়ের ভেতরের শুকনো কাগজের গায়ে;
ভেজা পায়ে আমার রঙিন মনের মেঝে মাড়িয়ে যেও;
বিনিময়ে আজকের এ কবিতাখানি নিও!!