চলছে সংঘাত চলবে
সত্য মিথ্যার এ দন্দ্ব
চিরদিনের।
হক আর বাতিল
চুলা আর পাতিল
হকের আগুনে বাতিল হবে সিদ্ধ
হবে শুদ্ধ সত্যের তাপে কাঁপে মিথ্যা
বলকে ওঠে বিবেকের জল; নকল
আসল চিহ্নিত হয়ে ওঠে
দিবালোকের মতই স্পষ্ট
আরষ্ঠ অন্তর মহাসত্যের মন্তরে জেগে ওঠে চলে যায় সব কষ্ট।