কবিতার পাঠকের বড়ই অভাব
অকবিতার পাঠক স্বভাব
খুব খুঁজে পাই; লাভ
লোকসান বোঝেনা তারা
কালে ভদ্রে কিছু কবিতা যদি পাই
অমনি তারে গন্ধ বলে ওয়াক্
বলে বিবমিষা এসে যায়।
এমনি সব ভালগুলোর খদ্দের পাওয়া
দায়;
তাই কবি দোকানিরা তা রাখেনা কলমে হায়!
পাঠকগুনে কবিতা হয়ে ওঠে ঠিক কবিতার মত
নইলে ফ্রয়েডিও যৌনতা ছুটে আসে
কবিতার অক্ষরে দ্রুত!!
কবিরা পাগলা গরুর মত সিং দুলিয়ে
এসে কামনায় দেয় গুতো!!!