পান্তা ইলিশ পানসে ফিলিংস
যদি লোক দেখানো হয়
ধান্দা পুলিশ নয়কো ফুলিশ
চান্দা রাবিশ নয়!
টাকার মালিশ আরাম বালিশ
ঘুম পাড়িয়ে দেয়!
মোড়ে মোড়ে চান্দা চোরে
ঘোরে ভোরেও ভাই
যমের চোখে ফাঁকি দেয়া
এত সোজা নয়!
কেউ বা হাতে রাখে রশিদ
নকল কিবা খাঁটি
কেউ বা হাতে মোঁচড়ায় মোছ
কেউ বা হাতে লাঠি ।
চান্দা নেবার কোশেশ বুঝি
দেখলে তাদের চাটি ।
নরম কথায় কাজ না দিলে
খাঁজনা বাড়ে লাথি!!