ভাবনারা ভাবছে ভাবুক
চেতনারা মারছে চাবুক!
মারুক! চামড়াকে নিয়ে আমি
চিন্তিত নই!
চোখের চামড়া শুধু অক্ষত রেখো
অনুরোধ করে নির্বোধ "আমি";
সবকিছু সইতে পারি স্বামী
শুধু ভয় করি নিবাত দহন;
অবাত শ্বসনের ক্ষমতা যেমন নেই।
শুধু সেই অম্লজানটুকু রেখে
সব কেড়ে নাও!
আর হৃৎপিন্ডটি রেখে
অম্লান হৃদয় ছেড়ে দাও!!