চোখের সামনেই উপড়ে নেয় চোখ
হাতের কাছেই ছিন্ন কব্জির কোঁপ
চোখের কিনারেই অন্ধকার ঝোঁপ
দাগ কালো কালো ছোঁপ ছোঁপ
বুকের কাছে কান পেতে অবাক
মুখের কাছেই জিহ্বা সবাক!
মিউকাসে পিচ্ছিল দাঁত
হলদে গন্ধ বজ্জাত! বাজিমাত!
চোয়ালের গর্তে বিলীন অকস্মাৎ
গেল কই হইচই শব্দের খই!!
কানের কাছে কলরব
হঠাৎ তোরা সব কই?
শিয়রে মাথার ঠিক কাছে
প্রিয়ার হাত ঝুলে আছে
প্রিয়ার কাধ ফুলে গেছে
আমার প্রেম বয়ে বয়ে
হৃদয়ে পাথর গেছে ক্ষয়ে
চোখের জল সয়ে সয়ে।
পায়ের কাছে দেখি শীতল হাত
তোমার অনুরোধ রেখেছি হঠাৎ!