কে মরতে চায়?
পাগলও পাগলা গরুর সিং দেখে
ভ্যবাচ্যকা খায়!
কিন্তু বেঁচে থাকার প্রচেষ্টাকে
ধন্যবাদ জানায়;
বিধাতার কাছে এ অন্যায় নয়
নিষ্ঠুর বলে কেউ গালি দেয়
কেউ বলে স্রষ্টার অনুভুতিই নাই!
ভারসাম্য চাই;ভারসাম্য চাই
প্রকৃতীর যে দিকে তাকাই!
সফল অস্রপচার হয়ে গেলেই
পেসেন্ট ব্যাথাটি ভুলে যায়।
কিছু ধ্বংস কিছু মৃত্যু আপাত
নিদয় দৃষ্টিকটু মনে হয়
জগতের সবখানে নির্মম হলেও
ব্যালান্স করতেই আসে লয়
আসে ক্ষয়।
চক্রাকারে চলে নানান চক্র চিরকাল
সাইক্লিক অর্ডার বলে একে মহাকাল।
এই চক্রে মানুষেরাই ধরিয়ে দেয়
দূষিত দুষ্টু দজ্জাল সব ঘুণ
মানুষই সাম্যহীন করে চলে
প্রকৃতীকে জখম আর নিরন্তর খুন!
জ্ঞানের ভেতরে মেশায় অপজ্ঞান
সত্যের সাথে মিথ্যা মিশায়ে
বানায় বৃহৎ অখ্যান।
জ্ঞানপাপী বুঝেও দেবে অবুঝ ড্যান্স
এটাও হয়ত "দি আল্টিমেট ব্যালান্স"!