আমি হা করে দেখি
কেউ প্রকাশ্যে অন্তরঙ্গ হয়
কুকুরের সুরতে
কেউ হাত ধরতেও বিবেক কষে
চড় মারে!
লজ্জা পায় তাতে...
কেউ দেদারছে মদ গিলে
মাতলামি করে
কারো সয়ে গেছে
মাতলামি গেছে মরে
কেউ উৎকট গন্ধ থেকে
দূরে থাকে মহাপদ্ম গজ দূরে ।
কেউ গজ গজ করে
হাত নিশপিশ করে
আকুলি বিকুলি করে
মানুষের মহামাংস ছিঁড়তে
না পেরে!
কারও পরনারীকে না ছুঁলে
রাতের ঘুম হারাম হয় বলে
কেউ আপন সঙ্গিনীতেই
সুখি হয়।
কেউ নরসুন্দর হয়েই সুন্দর
বাঁচতে চায় ।
কেউ যোগ্যতা বলে সর্দার
বনে যায়
গুণমুগ্ধে সবাই মেনে নেয়।
কেউ শিক্ষক কেউ ছাত্র হবেই
সবাই শিক্ষক হলে
ছাত্র থাকবেনা ভবেই।
যার যোগ্যতায় সে হবে বিচারপতি
আবার,
সবাই বিচারক হলে
কে মানবে কার বিচার?
তাই গাঁজাখুরী গপ্পের থীওরি
ফেলে আসি বাস্তবতার কাতারে
মানব ধর্ম বলে শুন্যের পেছনে ঘুরে
না মরি উজবুক সাঁতারে!!!