আজকের কুয়াশারা কেঁদেছে
পৌষের শীতে
বনেতে বানরেরাও কেঁপেছিল বিহঙ্গেরা চেঁচামেচিতে ।
খরগোশের গর্তের খোঁপে ঢুকেছিল
বড় এক বেজী
পৌষের এই শীতে যেন মাঘের মত কেঁদেছে বাঘ বাবাজি!
আজকের পৌষে বৌ সে ধরা দিল
লেপের উমে!
আজকের ভালবাসা আলস্য হয়ে
রয়েছে ঘুমে!