সবকিছু বদলে যায়
গড্ডালিকায় ভেসে যায়
কার কি এসে যায়?
বদলে গেছে
বৃক্ষপত্র ছাল বাকল চামড়া থেকে
কাগজ;
লজ্জাস্থান ঢাকার আদিম কৌশল তাই;
বদলেছে বৃক্ষ শাখা কয়লা ছাই; এখন সে টুথপেষ্ট ব্রাশ ।
এখন কাগজে লেখার কষ্টটি নাই
আছে হার্ড ডিস্ক মেমরি ফ্লাশ!
এর চেয়েও হয়ত আছে উন্নত ধাঁচ
বদলায় প্রতিদিন সর্বনাশ!
কবে মঙ্গল জয় করেছে মানুষ
তা এখন পুরনো অতীত;
অজানা মহাকাশে কিছুই
নাইকো পতিত;
যাও আরো দূরে বহুদূরে তারও দূরে যতদূরে কোনদিন
হয়ত যেতে পারবেনা মানুষ;
তাই বলে থামবে নাকি?
আমি মরে গেলে আমার সন্তান
নাতি পুতি ওড়াবে ফানুষ;
অসীমের আকাশে আকাশে
পরবর্তী পুরুষ কাটবে ঘোড়ার ঘাস?
কৃষ্ণ গহ্ববরে বার মাস
করবে মাছের চাষ!
কারন পৃথিবী বদলাবে
বিশ্বও থাকবে নাকি বসে?
তুমি কষে সে ধান্ধায়
বেড়াও চষে জোশে
তুমি বদলে যাও বন্ধু
শুধু বদলাবনা আমি
আমার নিয়ম কানুন
আমার মুল্যবোধ পরিশেষে
মানুষে মানুষে যাব ভালবেসে ।