তুমি কাঁদ কোটি আলোক বর্ষ দূরে
আমি ভিন ছায়া পথে মরছি ঘুরে
তাই তোমাতে আমাতে
হয়না গো মিল
মহাসমুদ্রের দু'পাড়ে দু'দিকে
ওড়ে দুই চিল
দু'নয়নে অশ্রু ঝুরে ।
আমার পৃথিবী মৃত্যুপুরী
নৃত্য করি নিত্য মরি
সুনামির ঢেউ তুলিছে কেউ
সারাটা বক্ষ জুড়ে ।
আমি তো রইলাম তবু
আমারি কাছে
তুমি ও তোমার কাছে
কেমনে হবে বদল
মিলন মালার
দু'জনে দুই ভিন মহাকাশে ।
ব্যাথায় আগুন জ্বলছে কালো
চমকে সময় থমকে গেল
পড়েছি কৃষ্ণ বিবরে ।
তুমি কাঁদ কোটি আলোক বর্ষ দূরে
আমি ভিন ছায়া পথে মরছি ঘুরে ।