আমার অশ্রু দেখে
বৃষ্টি কাঁদতে শেখে
সাগর চমকে বলে
চোখে এত জল!
আমার দুঃখ দেখে
কবিরা কবিতা লেখে
পাষান থমকে বলে
তুমি এত অবিচল??
আমার স্থিরতা দেখে
পাহাড় দাড়ানো শেখে
হিমালয় বলে ওঠে
এত নিশ্চল!!
বুকের ব্যাথা দেখে
ধরণী সইতে শেখে
সর্বংসহা বলে
মনে এত বল??
আমার এ প্রেম দেখে
লাইলী মজনু রেখে
আমাকে বলবে প্রিয়
তুমিই সফল ...