মাগো, বাঘ দেখে করিসনা ভয়
আমরা মানুষ;
কোন গরু ছাগল তো নয় !
বাঘ সিংহকে মানুষই ভরে খাঁচায়
কেমন বশে এনে আবার মঞ্চে নাচায়
আর তামাশা দেখায়!
মাগো বাঘেরা রাজত্ব করে
বনে জঙ্গলে
মাঝে মাঝে হানা দেয়
মানব মহলে ।
মানুষের রাজ্য কি তবু নিতে
পারে গো দখলে?
মাগো,একদিন দেখো ঠিকই
হবে বাঘ বন্দী;
মানুষের থাকতে পারে না
মাগো কোন প্রতিদ্বন্দী
এই তো নিয়ম
বনের বাঘ পালিয়ে যাবে বনে
কান্না থামাও মাগো এক্ষণে
হবেই হবে জেনো সত্যের জয় ।