তোমারি দু'চোখ
দেখি নাই ভাল করে
আমি খুন হব ভেবে
তোমার সে রূপ;
ভাল করে দেখি নাই
আমি অন্ধ হব ভেবে ।
তোমাকে আলিঙ্গন
করি নাই কখনও
অস্পৃষ্ট রাখব ভেবে ।
অনেক কষ্টের সুখ দেব তোমাকে
আমাকে ভালবাস বলে;
আবার অনেক দুরে
চলে যাব আমি
কি জানি কি ভেবে;
কোনদিন ফিরবনা আমি
তোমার কাছে আর
বিরহকে ভালবেসে ।