তুমি আসবে বলে
রাতকে বলেছি
তুমি নির্ঘুম থাকো
বলেছি নয়নকে
নিষ্পলক জেগে থাকো ।
তুমি তো আসলেনা তবু?
তুমি জলকে ভালবাস বলে
দু'চোখে গড়েছি অশ্রুর সাগর
তুমি নৌকো ভাসায়ে আসবে বলে;
তুমি তো আসলেনা তবু?
তুমি লাল রঙ ভালবাস বলে
হৃদয়ের ক্ষরিত রক্তের পোষ্টারে
ঢেকেছি আমার ঘরের দেয়াল;
তুমি তো আসলেনা তবু?
তুমি আসবে বলে
এ কবিতা পড়ছ যখন
হয়ত আমার শেষ সংবাদ নিয়ে
পৌছে গেছে তোমার কাছে
তবু কি আসবেনা তুমি?