আজকের এ কবিতা যদি আমার লেখা শেষ কবিতাটি হয়
জানবে আকাশ জানবে এ শরৎ
জানবে ঐ নক্ষত্রটি নিশ্চয় !
জানবে লক্ষী পেঁচা নিশি বক আর এক অতৃপ্ত হৃদয় ।
কবিতার খাতাগুলো পড়ে রবে এলোমেলো
আমার স্মৃতিমাখা এই ঘরময় ।
টেবিলের কাছে রাখা এই বনসাই
সময়কে বলবে ডেকে তুমি কি নিদয়?
রহিম চাচা ভোরে ডাকবে "মশাই"
উঠুন ফজরের হয়েছে সময় -
প্রাণহীন আমি জওয়াব দেব কি দিয়া?
তাহার চোখের জল, বুকের চাপা অনল নেভাবে কি দিয়া, তাই-
আমার এ কবিতা যেন না পড়ে প্রিয়া ।