তোমরা ঘুমাও সুখ নিদ্রায় আজ রাতে
স্বপ্নে উড়ে যাও স্বর্গের পানে
কানে কানে বল কথা পরীদের সাথে
আমি করবনা মানা ।
হঠাৎ বৃষ্টিতে আজ আরামদায়ক
হয়ে গেছে বিছানাগুলো
কাঠালপাকা এই গরমের ভেতর
তাই স্বপ্ন মেলবেই ডানা ।
দুটো বিড়াল ছানা
আজ ঘুমিয়ে গেছে আগেই
কবুতরের খোঁপেও আজ
শব্দ নেই, বাঁশ ঝাড়ে
নীরব বলাকা ।
হুতুম পেঁচা আমি
আঁধারে জলে নামি
উদ্ বেড়ালের মত ওৎ পেতে
কথা আর শব্দ শিকারে
দেই হানা ।