কবিতা নেবে কবিতা
হাক্ ছাড়ে, কবিতার ফেরিওয়ালা ।

দুপুরের ঝিমানো গরমে
হঠাৎ ঘুম ভাঙে আমার
চোঁখে জলছবি ।

ঝুলিতে নানান কবিতা
ছোট বড় মিষ্টি ঝাঁঝালো
আছে নানান স্বাদের সবই ।

বাংলা কবিতা নামের
এই ফেরিওয়ালা আমায়
ডাকে স্বপ্নেও খুবই ।