বিকেল হলেই
দিঘীর জলে
নীল পদ্ম
হাঁটু জলে
ছিঁড়তে তুমি কদিন হলেই কেন আসনা?
পাখি ডাকা
ভোরের বেলা
আম বাগানের
বকুল তলা
ফুল কুড়াতে ক'দিন হলে কেন আসনা?
মান বুঝিনা
ভান বুঝিনা
কারো কথায়
কান খুঁজিনা
দুর থেকে নয়
কাছ থেকে
চোখেতে চোখ রেখে বলো,'ভালবাসিনা'|