মস্তিষ্কের নিউরনে ভালবাসার
উত্তেজনার ধাক্কা দিয়ে
পক্ষাঘাতগ্রস্থ রোগীগুলোর নার্ভ
জাগিয়ে তুলি
অনৈচ্ছিক পেশীগুলোতে
প্রবল ইচ্ছার তাড়নাকে ঠেলি
সুপ্ত স্নায়ুগুলি জাগিয়ে তুলি
সেবকের মত
বুকে নয়,হৃদয় মস্তিষ্কে
তাই কষ্টগুলো অনুভুত হয়
মগজের ভেতর
আমরা ট্যাবলেট,ইন্জেকশন
এসব ছাড়াই ব্যায়াম, আর হলিষ্টিক
চিকিৎসায় সারিয়ে তুলি ক্ষত