আজ মনে নেই
কবে তোমার পেলব
হাতে দিয়েছিলাম তুলে
নীল কলমির ফুল ।

তোমার কানের দুল
কবে খসে পড়েছিল
মাধুরী লতার ঝোঁপে
আজ মনে নেই ...

পাশাপাশি বসে বিকেলের
নরম আলোয় অশোক তলে
বকুলের মালা পড়িয়েছিলাম
কবে আজ মনে নেই...

কবে তোমার পেলব
হাতে দিয়েছিলাম তুলে
নীল কলমির ফুল ।

সেকি ছিল ভুল?
জোনাকির আলোয়
বাগান বিলাস
গভীর চোখে
দেখেছিলাম স্বপ্ন বিলাস
আজ মনে নেই ..
আজ মনে নেই..



29.02.2008 / 11:33 PM