একদিন ঠিক জেনে যাবে
কিভাবে সাক্ষি হয়ে ওঠে
আমাদের হাত
আমাদের পা জিহবা
আটকে যাবে
কথা বলবে শুধু
আমাদের চারপাশ
মাঠ-ঘাট-ইট-কাঠ-পাথর কিংবা...
দেয়ালের মুখ খুলে যাবে
বেরিয়ে আসবে
সব গোঁপন আঁতাত
কী কী বলেছিলে
কী কী ষড়যন্ত্রে মেতেছিলে
তুমি ও তোমরা নির্ঘাত!
আনন্দে ভেসেছিলে
কতটা বেহুশ হয়ে
ইশ্বরকে বধ করতে
আদা জল খেয়ে নেমেছিলে..
সফেদ ধর্মের গায়ে
লেপ্টে দিয়েছিলে বিদ্বেষভরা
মিথ্যা কলংক!
সমস্ত পৃথিবীর সব মানুষ
বৃক্ষ প্রাণী গর্তের পিঁপড়ারা
মরুভূমির ধু ধু …
ছিটাবে সবাই সেদিন
জানবি তোদের মুখের 'পরে
কেবলি মহাধিক্কারে
পরম ঘৃণার থুতু.....