মানবতাবাদ
নাই ধর্মের কড়াকড়ি নাই নিয়মের বাঁধ
মন চায় তাই করে নেই হারাম কিবা হালালের ফাঁদ!
মানবতাবাদে নেই কোন নিষিদ্ধ নিয়ম; বেলেল্লাপনা
পরকীয়া অথবা অবাধ যৌনাচার চলুক নেই অপরাধ!!
মানবতাবাদ
নেশাপান চলুক অবাধ
যত পারো ভোগ করো সারা দিন রাত!
নেই ধর্মের ভয় নেই স্রষ্টার ভয়
জয় জয় জয় মানবতাবাদ
এখানে চোর ডাকাত সুদখোর ঘুষখোর সবাই নিখাদ!
জয় জয় জয় মানবতাবাদ!!!
এখানে মরুক মানুষ ব্যবসার খাতিরে
যুদ্ধের কলকাঠি নাড়াও
অস্ত্রের উৎপাদন বাড়াও
এখানে চলুক ধর্ষন যদি সম্মতি থাকে
সে তো বৈধ সাধুবাদ!
জয় জয় জয় মানবতাবাদ!!!
জোচ্চুরি পুকুরচুরি অনৈতিক যত কিছুর স্বাদ
এখানে সব চলে শুধু ধর্ম থাকে বাদ
শুধু স্রষ্টাকে দেয় তারা যত অপবাদ
জয় জয় জয় মানবতাবাদ!!!