চারিদিকে কুৎসিত কুয়াশার ঢল
নেমেছে কালো কদর্য এক জীবনে
আমার কবিতার পালক ছুয়ে স্বাদ নেয়
এক নপুংসক কামুকের তৃপ্তির ধোঁয়া
দশটি আঙুলে হানা দেয় কিলবিল
কিশোরীর কৌমার্য ছিঁড়ে নেয় যেমন
শয়তানের সাত আঙুল শিশ্নের বমি
উগড়ে দেয় পবিত্র সুরঙ্গ পথে;
অনেক প্রশ্নের মেঘ ভীড় করে আকাশে
বিবেকের সমুদ্র পাড়ে ফেনিল ধর্ষণ
বারবার তাড়া করে নিষ্পাপ বোধের
অগণিত গগণ বিদারী নীরব চিৎকার;
তবু না কি আমরা মানুষ ? পশু নই!
আমাদের তো শৌচাগার আছে !!
আমাদের পশুত্বে আছে শিল্পের ছোঁয়া
আমরা প্রত্যেকে একেকটি শিক্ষিত আর
প্রশিক্ষিত কুকুর !!!!