কবিতা হবার কথা মানুষের মন আর মনন
কবিতা হবার কথা সাম্য অধিকার শান্তি অগণন
কবিতা হবার কথা সবাই কে ভালোবাসবার পণ
কবিতা হবার কথা শুধুই সৎ ও সত্য কথন
কবিতা হবার কথা স্বর্গীয় সুখের বচন
কবিতা হবার কথা অসহায়ের নতুন জীবন
কবিতা হবার কথা প্রেম আর স্নেহের ধন
কবিতা হবার কথা উন্মুক্ত স্বাধীন গগণ
কবিতা হবার কথা সদা সত্য দূর্বিনীত আমরণ...।