কবিতার কারিশমায়
    হয়ত তুমি পার পেয়ে যাবে
       ছোট ছোট আগুন জ্বালিয়ে নিজে
            সাধু সাজতে লেপে যাও আবার
                              মিষ্টি মিথ্যা কি যে!  
                              
       কিন্তু অপার হয়ে বসে
             থাকবে তুমি অহর্নিশ
              কারণ তোমার হাতে পায়ে
                   শরীরে এমনকি
                      চকচকে অক্ষরের তলে
                        লুকিয়ে রেখেছো সত্য বিদ্বেষী বিষ!

তোমার ইনিয়েবিনিয়ে
   কবিতা কি নিয়ে?
      জানি প্রার্থনা তোমার চোখের বালি
         আর কেউ নয় ইশ্বর তোমার শত্রু খালি!
             মসজিদ মন্দির গীর্জা প্যাগোডার দিকে ওঠে কেবলি
               তোমার ঐ শয়তান অঙ্গুলি!
                ধর্ম তোমার চোখে আগুন হাটি হাটি পায়ে চলি...

এগিয়ে যাচ্ছ বেহায়া জিহ্বায় লোলুপ লালসায়
চাটতে চাও অবৈধ শরীরে ঠেকাতে চাও
             সুড়সুড়ির সুপ্ত ঠ্যাংটা!
                 আর ধর্ম তোমার বাঁধা তুমি ছলে বলে চাও
                          এদেশকে করতে জানি ন্যাংটা!!

তেমার সে আশায় গুড়ে বালি!
আজ বুঝে গেছে কে সতীত্বের বাগানের আসল মালি!
ব্যর্থ তোমার মিথ্যা মাখা সব কবিতার চালাচালি!!