কবিতার আছে কি জাত?
কবিতা মানে কি কোন ধর্ম?
কবিতা কি প্রচার করে কোন মতবাদ?

কবিতার থাকতে হবে স্বাদ
কবিতা হতে হবে লঘুপাক
কবিতা হতে হবে সহজ পাচ্য
কবিতার থাকতে নেই মিথ্যার মত আহ্লাদ ।

কবিতা প্রয়েজনে হতে পারে ত্রাস
কবিতা প্রয়েজনে হতে পারে বজ্র আকাশ
কবিতা হতে পারে প্রয়োজনে বোমা
কবিতা প্রয়েজনে হতে পারে ভয়ংকর নাদ!

মিথ্যার কাছে কবিতা মনে হবে
এক ভয়ানক আঘাত!
জালিমের কাছে কবিতা মনে হবে
শুধু প্রতিবাদ!!
কবিতার থাকা উচিৎ সত্য পথ
কবিতার থাকা উচিৎ বিপ্লবী রথ
কবিতা নিষ্পেষিত জনতার মুক্তি শপথ
সকল অসত্য অন্যায়ের টুঁটি চাপে কবিতার হাত!!