এখনই ঘুমাবে রাত ক্লান্ত পৃথিবীর পিঠে
মারছে চাবুক দ্বিখণ্ডিত সময়ের ক্ষুরে
মূঢ় বিমর্ষ আর বিবর্ণ প্রেয়সীর মুখ
গালে খুবলে খাওয়া পোকা এক ঝাক
ক্লেদাক্ত শরীর নামছে পুকুরের পাড়
পবিত্র হবে রূপোপজীবিনীর জল
চুইয়ে পড়া সুনসান ঢেউ কেবলি
ভিটে হারা কিশোরীর কেশে।


প্রতিদিন
খেটে খাওয়ার ইচ্ছে মরে যায় দেশে
বেঁচে থাকার আকাংখারা উবে যায়
অচেনার মুখোশ খোলে বলাৎকার শেষে
উদোম হয়ে যায় ভালোমানুষির পশুত্ব
নরপিশাচ খাদকের দাঁত ওঠে হেসে
নখরের জীবাণু দূর্গন্ধের বীজাণু ছিটিয়ে
পালিয়ে যায় কামুক দাতালো কুকুর.....