হঠাৎ হৃদয় বিদীর্ণ হয়ে হিম হয়ে যাবে
বুকে অলিন্দের রক্ত স্থির হয়ে যাবে
আমাদের হৃদয় কপাটে পড়বে আচমকা এক হাতুরির আঘাত
যদি শুনি তোমারি না ফেরার কথা।
আর যদি ফিরে আসো আমাদের আড্ডা খানায়
আর তোমার চঞ্চল ঠোট যদি
জেগে ওঠে আবার
তবে ভরে যেত আনন্দে
কানায় কানায় আমাদের সবার চোখ
আর মুখ ।
সবচেয়ে বড় সুখ ঝিলিক চিকচিক করে উঠত তোমার প্রেয়সীর চোখে....
আর তোমার সন্তান ফিরে পেত হারানো পিতাকে ।
তাই, কায়মনোবাক্যে আমরা শুধু প্রার্থনা করে যাই, ফিরে এসো বন্ধু তুমি
ফিরে এসো ভাই....