মাগো,
আমার ঠোঁটে তোমার শব্দগুলি আজ বেমানান লাগে
কেমন বিকৃত উচ্চারণে কৃত্তিম ভালবাসা ভাষার জন্য
লোক দেখানো দরদ উথলে পড়ে মঞ্চে মঞ্চে
চলে বক্তৃতা বিবৃতি সেমিনার
শহীদের বেদীতে কেঁদে ওঠে রক্ত ঝরা ফুল
মিনারে মিনারে চলে শোকসভা
প্রতিপক্ষ ঘায়েলের নোংরা শপথ।
মাগো,
তোমার শব্দেরা আজ বাণিজ্যিক পণ্য
তোমার গল্পগুলো রাজনীতির অলংকার শুধু
তোমার কান্না চেঁপে আছে টেপে আটা মুখে!
রুখে দিতে পারি নাই সন্তানের সম্মুখে
তোমাকে বিবস্ত্রকারী বেহায়া জানোয়ারদের
তোমার চির সবুজ দেহখানি
আজো খুবলে খায় ভদ্রবেশী
ছদ্মবেশী জনদরদী
গণতন্ত্রের মুখোশধারী অথবা,
বিকৃত সাংবিধানিক শক্তির মহানায়কের দল!
মাগো,
আজ একুশ শতকের একুশ
অনর্গল চলছে ইতিহাস বিক্রির মহাযজ্ঞ
কথায় কথায় চলছে তোমার জীবন কাহিনীর
মন ভুলানো রাজনৈতিক মহাকাব্য গাঁথা।