একটি নতুন কবিতার খোঁঁজে
ঘাড় ভেঙে উপুর হয়ে ঝুলে থাকে আকাশ
জলাতংকে নামে না নিচে সমুদ্র দেখে দেখে
স্থির হয়ে লেপ্টে থাকে মেঘে ভর করে
যেন মেঘের ভেলায় ভাসছে আকাশ !
আমি ভিমরি খাই মহাকর্ষীয় প্রেম দেখে
দেখে!
সমুদ্র শুয়ে আছে পৃথিবীর পীঠে পেটের
ভিতর নিয়ে ফুটন্ত টগবগে এক জড়ায়ু
গড়ায়ু হাজার কোটি বছর অথবা আরো বেশি
এতটা প্রসব ব্যথা নিয়ে তাই মা বুঝি
সর্বংসহা !!
আমাদের আগেও কত কবি মরে গেছে
ফিরে গেছে মায়ের কোলেই নতুন কবিতা
লিখে আবার চলে যাবে আকাশ সেই
মায়ের আকাশে
যেখানে এমনই অসীম আকাশ কত
জন্মে
আবার মরে বাসি হয়ে আছে
মহাশূণ্যে মহাজাগতিক এই যে যাওয়া
আসা সবই পুরাতন কথা তবু কতকাল
চলবে নতুন আকাশ নতুন কবিতার খোঁজ
জানে না
জানবেনা কোনদিন মানুষ...