চিৎ হয়ে শুয়ে থাকা স্বপ্নগুলো
হঠাৎ উপুড় হয়ে আছে
আমার নাকের কাছে
একটি মাছি
ঘ্রাণ পেয়ে মশারাও ছুটে আসে
কাছাকাছি বেঁচে থাকা নিঃশ্বাস
উষ্ণ হাত অথচ শীতল এক ছোঁয়া
তোমার করতলে জন্ম নেয়
আরেকটি ধূসর স্বপ্ন;

আরেকটি হৃদয়ের মৃত্যু
অপেক্ষায় থাকে
ভবিষ্যতে আছড়ে পড়া ঢেউ
ফেনিল সাগরে এক ডাগর চোখ!