চলে যাও বহুদুরে
যতদুরে গেলে চোখ
তারে পায়না খুজে আর ।
ভুলে যাও একেবারে
যতখানি ভুলে গেলে
কভূ কোনদিন মনে পড়েনা
কোন কথা তার ।
মুছে দাও সব আল্পনা
সব রঙ আমার ছোঁয়া
যে ভাবে মুছে দিলে কোন
চিহ্ন থাকেনা তার ।
ঢেকে দাও সবটুকু
নতুন মলাটে মুড়ে
যাতে তোমাকে পুরনো
মনে না হয় আর ।
আমি তবু সুখী হব
তোমারি শুভাকাংখী র'ব
তুমি সুখী হলে পর ।