যে কবিতা বিসর্জন দিয়াছিনু প্রিয়
যমুনার ঐ পাড়ে
কেন টেনে তুলে আন
তুমি তারে বারে বারে ।

যে যাতনা রেখেছি পাথর চাপিয়া
তুমি তারে কেন তুলিছ ক্ষেপিয়া
নিঠুর হাহাকারে ।।
যে কবিতা বিসর্জন দিয়াছিনু প্রিয়
যমুনার ঐ পাড়ে
কেন টেনে তুলে আন
তুমি তারে বারে বারে ।

ভুলিয়া গিয়াছি যাকে চিরতরে
সামনে এনে কেন তারে দাঁড় করে
কাদাও গো আমারে ।।

মুছিয়া দিয়াছি চোখের কোনা
সেই স্মৃতিরে প্রিয় আর ঘেটোনা
অতল সায়রে ।।
যে কবিতা বিসর্জন দিয়াছিনু প্রিয়
যমুনার ঐ পাড়ে
কেন টেনে তুলে আন
তুমি তারে বারে বারে ।

একবার তারে জাগালে হায়
আমি যে হব প্রিয় উন্মাদ প্রায়
পাগলের মত হবে আহত
খুঁজিয়া পাবে না আমারে
সেদিন খুজিয়া পাবে না আমারে ।।
যে কবিতা বিসর্জন দিয়াছিনু প্রিয়
যমুনার ঐ পাড়ে
কেন টেনে তুলে আন
তুমি তারে বারে বারে ।

বুকেতে বসিয়া খুঁড়িছ হৃদয়
কেন গো তুমি এতটা নিদয়
তবে ভাল কি বাসনা আমারে
তুমি ভাল কি বাসনা আমারে ।
যে কবিতা বিসর্জন দিয়াছিনু প্রিয়
যমুনার ঐ পাড়ে
কেন টেনে তুলে আন
তুমি তারে বারে বারে ।