কি এক অস্পষ্ট কথা
বলেছিলে মেয়ে ধীরে
বকুলের ফুল কুড়োতে গিয়ে
সেদিন সে খুব ভোরে ।
কিসের ইঙ্গিত দিয়েছিলে চোখে
বুঝতে পারি নাই তুমি অলখে;
কি এক না বলা কথার ভাষা
চেপেছিলে অধরে কিসের আশা?
কেন আজও সে কথা ফুটলনা বলো
তোমার ও অস্ফুট মুখ দিয়ে?
কোকিলার কন্ঠে ঝরবে শোনিত
তবু কোকিলের মত উঠবেনা গেয়ে
জীবন সায়াহ্নে এসে গো প্রিয়ে
বোবা হয়ে তবু রইলে কি মেয়ে?