বিবর্ণ ইচ্ছারা ঝাঁপসা হয়ে আসে
চেয়ে দেখি একাকি দাঁড়িয়ে আছি
কেউ নেই পাশে।
উর্ধ্বশ্বাসে পালিয়ে যাচ্ছে খায়েশ
গোপন কুঠুরির প্রেম
হেমবর্ণ লতাগুল্ম অপরিচিত দেয়াল
বেয়ে তরতর করে বেড়ে উঠছে
মনের স্যাতস্যাতে আবর্জনার স্তুপে
লুফে নেয় প্রেমিক হৃদয় নিদয় মেয়ে।
গেয়ে ওঠে নষ্ট সঙ্গীত কোরাস
গরমে ভিজে যাই
এই মাঘের শীতের মাসে
আমি কুঁচকে উঠি নীরব ত্রাসে।