কারো কবিতা দেখলেই
আজকাল মাথার ভেতর বড্ড মোঁচর দিয়ে ওঠে;
কলমে শুরু হয় কবিতার শুকনো কাশির ব্যমো;
খেঁকিয়ে হাত গলা ঝেরে নেই কিন্তু কবিতা আসে না..
কবিরাজকে বল্লেম কি ঔষধ দিবেন
বল্লে বমির সাথে কি ছন্দ জ্বর
অথবা বিলেতি কবির সংস্পর্শে
আসার ইতিহাস আছে কি না?
আমি বল্লেম না নেই ঐ শুধু কবিতা বমিটাই আছে;
কবিরাজ বল্লে ভয় নাই 'কোবিড' নয়
তবু চৌদ্দদিন কবিতা নিরোধে থাকো;
তারপর ঘরে এসে..
কয়েকটা কবিতা বমির ট্যাবলেট খেয়ে
সারাদিন মুখ চেপে বালিশে মুখ গুঁজে
চোখ বন্ধ করে শুয়েছিলাম;
একটু আরাম বোধ করায় ভেবেছিলাম
সেরে গোছে কিন্তুু হলো না
এক্ষণেই আবার ওয়াক্..
মনে ভয় লাগছে তবে কি আমি ’কোবিডে’ ই আক্রান্ত?..