আমি এক পোড়া কবি
ঝলসানো হৃদয়ে আমার
আতংকে কুঁকড়ে যাওয়া শব্দাবলী
লেলিহান জীবনে গোঙানোর শব্দ কেবলি!
তোমাকে ছু'তে গেলে ধেয়ে আসে
শ্বাসরুদ্ধকারী ঝাঁজালো ধোয়ার কুন্ডলী!
তোমাকে ভালবাসা নিরীহ প্রাণের বলি
তবু বলি ওগো জলন্ত আগুন আমার মনের
কবিতা যত তোমার পায়েই দিয়েছি জলাঞ্জলি!!
আমি এক পোড়া কবি
বুকেতে এক অগ্নিকন্যার মায়াবি ছবি
পোড়া চোখে দেখি কেবলি সে জাহ্নবি
কবিতা আমার পোঁড়ায় সে চৈত্রের দুপুরের
খাঁ খাঁ খর রোদ্দুরের জ্বাজল্যমান ছন্দ সুরে ভৈরবী।